| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ


৩১ ডিসেম্বর রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ


রহমত নিউজ     28 December, 2023     10:13 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গণবিচ্ছিন্ন ফ্যাসিবাদী সরকারের পাতানো নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যাবে না। সরকার নির্বাচনের নামে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তামাশার নির্বাচনে ভোট দিতে ভাতাভোগীদের জিম্মি করার সংবাদ গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। একতরফা ভোট বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার একটি জোর-জবরদস্তি ও তামাশার নির্বাচন করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একতরফা ভোট বর্জনের আহবান জানিয়ে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেট, পল্টন মোড়, দৈনিকবাংলায় গণসংযোগপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, আলহাজ্ব  নজরুল ইসলাম খোকন, হাফেজ রফিকুল ইসলাম, মুফতী আব্দুল আহাদ, হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া।

নেতৃবৃন্দ বলেন, সরকার দলীয় নেতারা মানুষকে হুমকি-ধমকি দিয়ে ভোট দিতে চাপ দিচ্ছে। ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ থাকবে না বলেও হুমকি দিচ্ছে। এসব হুমকি-ধমকি সরকারের প্রতি মানুষের দৈন্যতা প্রকাশ পাচ্ছে। তারা বলেন, নির্বাচনে সরকার কে হবে, তা কেউ জানতে চায় না। সবার প্রশ্ন, বিরোধী দল কে হবে। সরকারের এই তামাশায় মানুষ অংশ নেবে না। এই সরকারকে সহযোগিতা করার কোনো দায় বাংলাদেশের মানুষের নেই। সব বিরোধী মতকে উপেক্ষা করে সরকার তাদের ভাগ-বাঁটোয়ারার নির্বাচন আয়োজন করছে। সরকারের নির্বাচন নামের খেলায় ভোট দিতে কেন্দ্রে যেতে বাধ্য করতে বিভিন্ন অঞ্চলে ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, দুস্থ ভাতার কার্ডসহ নানা কার্ড জমা নিয়ে ভাতাভোগীদের জিম্মি করা হচ্ছে।
 

কর্মসূচি : ২৯ ডিসেম্বর, শুক্রবার বিকেল ৪টায় রাজধানীল শান্তিনগর বাজার মসজিদ গেট থেকে গণসংযোগ ও ভোট বর্জনে প্রচার মিছিল শুরু হবে।